প্রথম দর্শণেই প্রেম হয়ে যায় কারো কারো বেলায়। এমন প্রেম হতে কতোটুকু সময় লাগে আর এটির প্রভাবটিই বা কেমন তা বের করার দাবী করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তাদের দাবী, প্রথম দর্শনে প্রেম হতে কেবল ১ সেকেন্ডের ৫ ভাগের একভাগ সময় লাগে আর এর প্রভাবটা ঠিক যেনো কোকোইন গ্রহণের মতোই হয়। খবর টেলিগ্রাফ অনলাইনের।
নিউইয়র্কের সিরাকুজ ইউনিভার্সিটির গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথম দর্শণেই প্রেম হওয়া সম্ভব।
আর এজন্য কেবল কয়েক মিলিসেকেন্ড সময় লাগতে পারে। এ সময়ে মস্তিষ্কের ১২টি অংশ থেকে ইউফোরিয়া ইনডিউসিং কেমিকেলস নিঃসৃত হয়ে রক্তে মিশে যায় আর এটিই মনে প্রথম দর্শনেই প্রেমভাব জাগিয়ে তোলে।
গবেষকরা জানিয়েছেন, ইউফোরিয়া ইনডিউসিং কেমিকেলগুলো ‘ফিল গুড’ ধরণের হরমোন হিসেবে পরিচিত। এই হরমোনের কারণেই ভালোলাগার অনুভূতি তৈরি হয়। এই হরমোনের মধ্যে আছে ডোপামিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন এবং ভ্যাসোপ্রেসন।
গবেষকরা জানিয়েছেন, প্রথম দর্শণেই প্রেমের বেলায় যে হরমোন নিঃসৃত হয় ঠিক তেমটিই ঘটে কোকেইন গ্রহণের ফলে। আর তাই প্রেমে পড়া আর কোকেইন গ্রহণের অনুভূতি একই।
গবেষক স্টেফিন অরটিগ জানিয়েছেন, এই গবেষণার ফলে প্রেমে পড়ার বৈজ্ঞানিক ভিত্তি নিশ্চিত হয়েছে। আর প্রেমে পড়া যে হৃদয়ঘটিত নয় কেবল মস্তিষ্কপ্রসূত সেটিই প্রমাণিত হয়েছে।
গবেষকরা আরো জানিয়েছেন, প্রেমের বিভিন্ন স্তর বা ভাগ আছে।
আর এই বিভাজনটাও মস্তিষ্কপ্রসূত। একেকজনের বেলায় একেক ধরণের প্রেম মস্তিষ্কের বিভিন্ন এলাকায় নির্ধারিত। প্রেমিক-প্রেমিকার প্রেমটাই মস্তিষ্কের সবচেয়ে সক্রিয় অংশে অবস্থিত। আর তাই এই প্রেমটিই সবচেয়ে গাড় হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/অক্টোবর ২৬/১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।