আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমালোচনা



আমি এক ভন্ড কবি, পন্ড করি চিন্তা যত। আমি সব শুদ্ধকে আজ, আঘাত করে করছি ক্ষত। আমি ঠিক বেতাল পথে, পাতাল খুজি কুড়মুড়িয়ে। আমি নই বিশুদ্ধ তাই, ভেজাল পানে গড়গড়িয়ে। আমি আজ পাগল পারা, মাতাল হয়ে ঘুরছি হেসে।

আমি হায় অশুভ, তাই আপন করে চলছি ঘেষে। আমার আজ একা চলা, একা মনে কথা বলা। একাকিত্ব বরন করে, এক দুয়ারে আচঁল ফেলা। আমার এক রহস্য বাপ, আপস করেই গেছে চলে। পাহাড় সম দু:খ যেন, ভর করেছে আমার দিলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।