আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমালোচনা

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

অনেক কিছুই করেছি করা হয়নি আত্মসমালোচনা, আজ আমি তাই বসেছি নিজের খুঁত খুজে বের করায়। দিনের বেলা ঘুমাতে বড়ই ভালো লাগে, রাত হলেই চোখ থেকে ঘুম পালিয়ে ভাগে। পড়ার টেবিলে থাকলে মাথা ব্যাথা করা শুরু করে, টিভির সামনে বসলে মন চাঙ্গা হয়ে উঠে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে ইচ্ছে করে খুবই সারা রাস্তা দখল করে বুক ফুলিয়ে চলি। ট্রাফিক সিগ্ন্যালে আটকা পড়লে মেজাজ যায় বিগড়ে, ইচ্ছে করে দেই ঝাড়ি যারেই পাই সামনে। নিজে গান গাইতে পারিনা পারিনা বাজাতে কোনো বাদ্য, কাউরে তাই সহ্য করতে পারিনা তাদের কর্মকে বলি তাই অখাদ্য। রাধঁতে আমি পারিনা কষ্ট তাতে পাইনা, পেট ভরে আহার করলে বেদনা সব যাই ভুলে। আরো আছে হাজার খানেক দোষ লিখতে বসলে করা হবে না ভোজ, ফেলে দেই কলম তাই হাত থেকে তুলে নেই খাদ্য টেবিল থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।