আমাদের কথা খুঁজে নিন

   

শীঘ্র পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ হবে : কের&#

শীঘ্র পাকিস্তানের মাটিতে চালকবিহীন মার্কিন ড্রোন হামলা বন্ধ হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পাকিস্তান সফরকালে তিনি বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এর পরই পাকিস্তান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে গতকাল গণমাধ্যমের খবরে জানানো হয়। বৈঠক শেষে তিনি বলেন, ড্রোন হামলা এবং ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যায় বিনা অনুমতিতে পাকিস্তানে পরিচালিত অভিযানসহ অতীতের সব বিদ্বেষ ভুলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র 'পূর্ণ অংশীদারি' পুনঃস্থাপনে একমত হয়েছে। পরে পাকিস্তান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রোন হামলার বিষয়ে কেরি বলেন, 'যেভাবে প্রায় সব হুমকিকে আমরা নির্মূল করতে পেরেছি এবং বাকিগুলোও একই পথে রয়েছে, তাই আমি মনে করি, এই কর্মসূচিও শীঘ্রই শেষ হবে।' ড্রোন হামলা বন্ধে যুক্তরাষ্ট্র কোনো সময় নির্দিষ্ট করেছে কি না এমন প্রশ্নের জবাবে কেরি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের (বারাক ওবামা) খুব বাস্তব একটি সময়সূচি আছে এবং এটি খুব শীঘ্র বাস্তবায়িত হবে বলে আশা করছি। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.