আমাদের কথা খুঁজে নিন

   

একটি ব্যান খাওয়ার উপযোগী পোষ্ট-২ (বিবাহ ও পরিবার অধিদপ্তর কর্তৃক প্রদত্ত জবাব)



জনাব দুঃখওয়ালা, আপনি যে সমস্যার কথা বলেছেন তা ওয়াইফ ১.০ এর একটি সাধারণ সমস্যা। অনেক পুরুষই গার্লফ্রেন্ড ৭.০ থেকে ওয়াইফ ১.০ তে আপগ্রেড করেন এবং ভাবেন এটি একটি ইউটিলিটি ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। কিন্তু ওয়াইফ ১.০ একটি অপারেটিং সিস্টেম। আপনি চাইলেই ওয়াইফ ১.০ বাদ দিয়ে নতুন কোনো প্রোগ্রাম বা গার্লফ্রেন্ড ৭.০ ইনষ্টল করতে পারবেন না। ওয়াইফ ১.০ বাদ দিয়ে অন্য কোন অপারেটিং সিস্টেম ও গার্লফ্রেন্ড ৭.০-এ চালাতে পারবেন না।

এছাড়াও একবারে ওয়াইফ ১.০ ইনষ্টল করলে তা সম্পূর্ণভাবে আন-ইনষ্টল বা ডিলিট করা যায়না। দুর্ভাগা কিছু পুরুষ চেষ্টা করেছিলেন ওয়াইফ ১.০ কে ওভার রাইট করতে ও গার্লফ্রেন্ড ৮.০ বা ওয়াইফ ২.০ ইনষ্টল করতে। কিন্তু তারা সিস্টেমে আরও সমস্যার সৃষ্টি করেছেন মাত্র। আমি নিজেও ওয়াইফ ১.০ প্রোগ্রামটি চালাই। আমার পরামর্শ হলো আপনি প্রোগামটিই চালান।

যখনই কোনো ভুল বা সমস্যা দেখা দেবে তখনই কিছু কমান্ড যেমন- ঈ:\\ আমি ক্ষমা চাচ্ছি প্রোগ্রামটি রান করবেন। এই প্রোগ্রামটি হয়তো বেশ কিছুবার রান করতে হতে পারে। এতে হতাশ হবেন না। ওয়াইফ ১.০ প্রোগ্রামটির মেইনটেনেন্স ও খুব ব্যয়বহুল। ভালো পারপরম্যান্স পেতে হলে আপনি কিছু বাড়তি সফটওয়্যার কেনার চিন্তা করতে পারেন।

যেমন- ফুল-২.০, চকলেট-৫.০ ও গয়না- ১১.৫। আশা করি আমার এ পরামর্শগুলো কাজে লাগবে। ইতি টেকনিক্যাল সাপোর্ট টীম বিবাহ ও পরিবার অধিদপ্তর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.