আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিধ্বনি



যতো দূরে যেতে পারো চলে ততো দূরে চলে তুমি যেও শুধু কখনো আমায় মনে করে আকাশের পানে ফিরে চেও সূ্র্যের অস্তিত্বে আমি বঁ।চি নক্ষএর অশ্রুতে আমি আছি গান শুনি অন্ধকার পৃথিবীর নেই শুধু তুমি কাছাকাছি দীপ্ত দুঃখরা শুধু জানে সৃষ্টির বিভীষিকা মেনে অর্ধদেবতা আমি বুঝি পিশাচ আমি তোমার স্বরনে আগ্নেয়শিলায় গড়া আমি শিল্পীর তুলিতে আকা তুমি ঝর্নার বুকে গিয়ে মিলে ভেঙ্গে পড়ো হয়ে প্রতিধ্বনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।