আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের খাওয়া সবচে অদ্ভুত খাবার - ডীপ ফ্রাইড আইসক্রীম বা ভাজা আইসক্রীম! রেসিপী দেখুন!

Speak no evil, hear no evil, see no evil.

আল্লাহ আমাকে অনেক দেশে বেড়ানোর এবং অনেক রকমের খাবার খেয়ে দেখার সুযোগ করে দিয়েছেন। তবে জীবনে যে খাবার টার নাম শুনে সবচে' বেশী অবাক হয়েছি এবং খেয়ে খুব মজা পেয়েছি সেটা হচ্ছে ডীপ ফ্রাইড আইসক্রীম বা ভাজা আইসক্রীম! হা ভাই আইসক্রীম তাও আবার ভাজা! ওটা সিংগাপুরে খাবার সৌভাগ্য হয়েছিলো আমার। বানানো বেশ সোজা। নীচে রেসিপি ও প্রনালী দিচ্ছি। চেষ্টা করে দেখুন না।

ভাববেন না ডিসকো বান্দর তাও আবার রান্না! যা যা লাগবে: আইসক্রীম, বিস্কিট বা কর্ন ফ্লেক্স গুড়া, ডিম, চিনি, সিরাপ (যদি পছন্দ করেন) এবং তেল। ১। আইসক্রীম বক্স থেকে ৪ টা গোল গোল করে স্কুপ উঠাবেন এবং তা ট্রেতে রাখা এলুমিনিয়াম ফয়েলের উপর রাখবেন ছবির মত। ডীপ ফ্রীজে অন্তত: ২ ঘন্টা রেখে দিন যাতে বলগুলো বেশ শক্ত হয়ে যায়। ২।

একটা বড় পাত্রে বিস্কিট বা কর্ন ফ্লেক্স গুড়া চিনি দিয়ে মিলিয়ে নিন। ৩। ফ্রীজ থেকে গোল করে রাখা আইসক্রীম স্কুপ বের করে সেটা বিস্কিট বা কর্ন ফ্লেক্স গুড়ার ওপর রোল করে মাখিয়ে নিন। দু তিন বার রোল করবেন যাতে আইসক্রীম এর ওপর একটা মোটা আস্তরন পড়ে। এখন বলগুলোকে আবার ট্রের ওপর সাজিয়ে ডীপ ফ্রীজে রেখে দিন।

৪। ২ টা ডিম ভেংগে একটা পাত্রে রাখুন। ৫। ডিম গুলো ভালো করে ফেটান। ৬।

আইসক্রীম বল গুলো বের করে আবার ডিমে মাখান। ৭। ডিমের আস্তর পড়ে গেলে বল গুলো আবারো বিস্কিট বা কর্ন ফ্লেক্স গুড়ার ওপর রোল করুন। বলগুলো এখন আবার ডীপ করে রাখুন শক্ত হবার জন্য। এ সময়ে তেল গরম করতে দিন।

তেল অবশ্য অবশ্যই অনেক গরম হতে হবে (মল্লিকা শেরাওয়াত বা লেডি গাগার চেয়েও গরম!) নাহলে আইসক্রীম গলে যাবে! ফুটন্ত গরম! ৮। এখন ডীপ ফ্রিজ থেকে তাড়াতাড়ি বল গুলো বের করে ৫-১০ সেকেন্ডের জন্য ডুবো তেলে ভাজুন। ৯। রং বাদামী হয়ে এলে নামিয়ে তার ওপর সিরাপ ঢেলে গরম গরম পরিবেশন করুন। ফ্রাইড আইসক্রীম এর ওপরটা হবে গরম গরম সমুচার মত আর ভেতর টা হবে ঠান্ডা ঠান্ডা আইসক্রীমের মত! আমি চেষ্টা করেছি নিজে।

প্রথম বার নাহলে আবার চেষ্টা করুন। মেহমান এবং বাচ্চাদের তাক লাগিয়ে দিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.