উত্তর ও পশ্চিম ভারতের জনপ্রিয় একটি খাবারের পদ ডিম ভুরজি। মুখরোচক ওই খাবারটি তৈরির সময় স্বামী সুভাষ কুম্ভর (৩১) স্ত্রী বৈশালী সুভাষ কুম্ভরকে পেঁয়াজ কাটতে বলে। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় একপর্যায়ে তা ভয়াবহতায় রূপ নেয়। পরিণামে মাতাল স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারান ২৫ বছর বয়সী তরুণী স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের পুনের থেরগাঁও অঞ্চলের পাওয়ারনগর এলাকায় গত রোববার বিকালে।
সুত্র জানায়, পেঁয়াজ না কাটায় মাতাল স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে স্ত্রী বৈশালী তার স্বামীর এ আচরণ সহ্য করতে না পেরে হাতে থাকা রুটি বানানোর বেলন দিয়ে তাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত স্বামী ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যা করে। স্বামী পেশায় রংমিস্ত্রি।
স্ত্রীকে হত্যার দায়ে সুভাষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতি একটি ভাড়া বাড়িতে থাকতো। দুটি সন্তান রয়েছে তাদের। ঘটনার সময় ওই দুই শিশু ছিল দাদার বাড়িতে। সুভাষ মদপানে আসক্ত। কর্মকর্তারা জানান, এ ঘটনার পর সুভাষ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এলাকার কয়েক তরুণ তাকে ধরে ফেলে। তারা বিষয়টি পুলিশ নিয়ন্ত্রণকক্ষ ও সুভাষের বাড়িওয়ালা নিতিন পাওয়ারকে জানায়। নিতিন কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত পিম্পরি এলাকার ওয়াইসিএম হাসপাতালে ভর্তি করা হয় বৈশালীকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।