কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমান থেকে ৪শত মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে ব্যবসায়ীরা। গতকাল ও আজ সন্ধ্যা পর্যন্ত এ পেঁয়াজ আনা হয়েছে।টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ জানান, গতকাল ও আজ ২ দিনে প্রায় ৪’শ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করেছেন ব্যবসায়ীরা।এছাড়া আমদানিকারকদের কেনা আরও ২শ মেট্রিক টন পেঁয়াজ আমদানির পথে রয়েছে। এ পেঁয়াজ খালাসের পর দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে চালান হয়ে গেছে।টেকনাফ শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, ৪টি আমদানীকারক প্রতিষ্ঠান সোনালী এন্টারপ্রাইজ, ইমতিয়াজ ট্রেডার্স, ট্রেড লিংক ও জেবি এন্টারপ্রাইজ উল্লেখিত পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।