অদক্ষতা
সোনার দেশে সোনাই আছে ১৬ কোটির উপরে,
যত্রতত্র মুতের পানি, পথিক চলে নাক ধরে।
এত সোনা এই দেশেতে পয়দা হইল কার লাগি,
দেশ দরদী কাজের বেলায় বেজার মুখে যায় ভাগি।
রাত-বিরাতে এই সোনারাই সটান হয়ে খায় মাগি,
দিনের বেলায় জাংগি পড়ে দশের কাজে যায় লাগি।
এই সোনারা বড়ই পটু, অনায়াসেই ফাকঁ চিনে,
সুযোগ পেলেই যায় ছুটে যায়, যখন তখন সব খানে।
এমন করেই এই দেশেতে এত সোনার পয়দা লাভ,
সোনার এ দেশ নামেই র'ল, মুতে ভাসলো দেশের ভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।