আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে 3W আছে ,সতর্ক থাকবেন।



বৃটেনে আসলাম মাত্র দু মাস হল। প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি। নতুন বন্ধুদের সাথে পরিচিত হচ্ছি। এখানকার নিয়ম কানুন সব কিছু জানার চেষ্টা করছি। প্রথম ক্লাশেই স্যার বলে দিলেন আপনারা সবাই এখানে নতুন।

অন্যরকম পরিবেশ। বিচিত্র আবহাওয়া। কঠিন নিয়ম কানুন। আপনি,আপনারা এদেশে আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন,সুতরাং লক্ষ্য রাখতে আপনার দ্বারা যাতে আপনার দেশের কোন বদনাম না হয়। চেষ্টা করবেন আপনার দ্বারা আপনার দেশের মর্যাদা ,সুনাম হয়।

এখানে আসার পর থেকে নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে। হারুন সাহেব নামে এক বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম। যিনি জাতিসংঘের জেনেভা অফিসে কর্মরত ছিলেন। অনেক দিন তিনি ইউরোপে। তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাই।

তিনি বৃটেনের 3w বিষয়ে সতর্ক করলেন। 3 W হল- 1.weather- এখানকার আবহাওয়া একদম বাজে। কখন বৃষ্টি, কখন রোদ তার কোন ঠিক ঠিকানা নেই। বাতাসে সব সময় কঠিন ঠান্ডা ভেসে বেড়ায়। এখানে যথাসম্ভব ঠান্ডা এড়িয়ে চলতে হবে।

একবার ঠান্ডা লাগলে ছয়মাসেও তা আর সারবে না। হয় দেশে যেতে হবে ,নয়তো কষ্ট ভোগ করতে হবে। 2.wine- বিভিন্ন রকমের মদ এখানে পাওয়া যায়। প্রতিদিন নতুন নতুন ব্রান্ডের মদ বাজারে আসে। বিশ্বের সব দেশের মদ এখানে পাওয়া যায়।

প্রতি মাসেই মদের বোতলে ডিসকাউন্ট থাকে। তাছাড়া মদ এখানে সহজলভ্য। একবার যদি আসক্তি এসে যায়, তাহলে আর ছাড়াবার উপায় নাই। 3.woman- নারীদের পারিবারিক সম্পর্কে কোন আস্থা নেই। দিনে দিনে ফ্রেন্ড বদলায়।

নামে মাত্র কারো পরিবার থাকলেও তারা বহুগামিতায় অভ্যস্থ। জার্নিতে আপনার পাশেই হয়তো কোন সুন্দরী ললনা বসে হাই হ্যালো বলবে। এখানে বাহিরে বের হলেই ক্লিভেজ দেখা একদম ফ্রি। অনেক মেয়েই ফুলপ্যান্ট পরতে অভ্যস্থ নয়। মেয়েরা হাটুর উপর পযর্ন্ত একধরনের মোজা পরে ।

যা পরা না পরা সমান কথা। দেখাতেই তারা খুব বেশী পটু। একবার যদি পিছু নেয় ,তাহলে শেষ না দেখে আপনাকে ছেড়ে দেবেনা। সুতরাং সাবধান থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.