আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে বাংলাদেশী বালক-বালিকার সাফল্য

সংবিধান-ই নাগরিকের শক্তি

এবার বৃটেনে বাংলাদেশের মুখ উজ্জল করলেন বাংলাদেশী বংশোদ্ভূত দুই বালক-বালিকা। শারমিন আক্তার নামের এক বালিকা সম্প্রতি বৃটেনে উদ্বোধন করলেন বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মার্কেট সেইন্সবারি। অন্যদিকে আরেক বাংলাদেশী বালক তাজওয়ার রাজীবের ডিজাইনে আগামী তিনবছর হবে নিউক্যাসল সিটির ক্রিসমাস ও নিউ ইয়ার ইভের আলপনা। বাংলাদেশী এ দুজনের সফলতার খবর বেশ ফলাও করে প্রকাশ করেছে সেখানকার মুল ধারার গনমাধ্যমগুলো। জানা গেছে, লন্ডনের টোটেনহামে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ সুপার মার্কেট সেইন্সবারি উদ্বোধন করার গৌরব অর্জন করে শারমিন আক্তার।

নতুন এ ব্রাঞ্চ উদ্বোধনরে আগে লন্ডনের বিভিন্ন প্রাথমিক স্কুলের শিার্থীদের নিয়ে ব্যাগ ডিজাইন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ঘোষনা দেয়া হয় এ প্রতিযোগীতায় যিনি বিজয়ী হবেন তিনিই পাবেন সেইন্সবারি উদ্বোধন করার বিরল সম্মান। শারমিন ঐ প্রতিযোগীতায় প্রথম হলে তাকে দিয়েই মার্কেটের ফিতা কাটা হয়। উদ্বোধনী দিনে ক্রেতাদের সুভ্যেনির হিসাবে দেয়া হয়েছে শারমিন আক্তারের ডিজাইন করা ব্যাগ। শারমীনের পিতা শাহ রাসেল তার মেয়ের এই স্বীকৃতিতে খুবই উল্লাসিত।

তিনি তার সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জে। ব্রিটেনের মূলধারার সংবাদ পত্র টোটেনহাম জার্নাল, হারিংগ্রে ইন্ডিপেন্ডেন্টে এই খবরটি বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে। সুপারশপের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্পুরস আম্বেসেডর লিডলি কিং, হারিংগ্রে মেয়র শেইলা পিকাক স্থানীয় এমপি ডেভিড লামি, কাউন্সিলর এলান স্ট্রিকল্যান্ড ও স্পুরস চেয়ারম্যান ডেনিয়েল লেভি। অন্যদিকে ব্রিটেনের অন্যতম বড় শহর নিউক্যাসল সিটির আগামী তিনবছরে ক্রিসমাস ও হ্যাপি নিউ ইয়ার ইভের আলপনা হবে বাংলাদেশী বংশোদ্ভূত বালক তাজওয়ার রাজীবরে ডিজাইনে।

সম্প্রতি নিউক্যাসলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ৬০০ জনকে পেছন ফেলে প্রথম স্থান লাভ করে এ বালক। তাজওয়ান রাজীবের বাবা এবিএম রাজীব সুনামগঞ্জ শহরের ষোলঘরের সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.