আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভয়ংকর রাতের কাহিনী

জনৈক মজিদ ঘুমাইতেছিলেন হঠাত্ অস্বাভাকিক এক শব্দ পাইয়া তিনি জাগিয়া উঠিলেন, শঙ্কিত চোখে ডান-বাম পূর্ব-পশ্চিম পর্যবেহ্মণ করিয়া তিনি কিছু দেখিতে পাইলেন না, অতঃপর অগ্র পশ্চাত্ ভাবিয়া শব্দ উত্সের সন্ধানে খাটের তলে উঁকি দেবার মনস্থির করিলেন | কিন্তু হাই! তিনি যাহা দেখিলেন উহা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না, তার জানের পানি শুকাইয়া সাহারা মরুভূমি হইয়া গেল | কি ভয়ংকর! এটা তো তার ই শয়ন কহ্ম,সুন্দরবন তো আর নয় অথচ উহা কোথা থেকে আসিলো ! আবার ওটা নখর যুক্ত থাবা তার দিকেই তাক করিয়া রাগে গরগর করিতেছে ?!! এই দৃশ্য দেখিয়া তিনি আর কিছু ভাবিতে পারিলেন না, প্রাণ সংহারের ভয়ে চিত্কার করিয়া উঠিলেন, "বাঁচাও বাঁচাও বাঘে খেলো বাঘে খেলো...." জনাব মজিদের এ আত্মচিত্কারে তার সহধর্মীনি উম্মে কুনসুম বানুর সুখনিদ্রায় সংগত কারনে ই বিঘ্ন ঘটিলো, তিনি ঘুমের মধ্যে ই বিছানায় পা ঠুকে কহিলেন- "যা দূর হ নরকের কিট....." প্রতিউত্তরে খাটের তলা থেকে একটা শব্দ আসিলো "ম্যাও" ;D

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.