আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষত

ব্লগের নাম শুনেছি অনেকদিন হল। তাই আমারো ব্লগাইতে ইচ্ছে হল।

কিছু দাগ মুছতে চাইনা , চিরকাল শ্রাবণের স্মৃতির মত , রোপন করে চলি অনুষঙ্গে , কিছু দাগ , স্লেটজুড়ে থাকা কিছু পুরোন ক্ষত কোন কোন রাতে হয়ে ওঠে শতবর্ষি মদ্য হয়ে ওঠে বেঁচে থাকা ও বেঁচে থাকার চেয়ে বেশি কিছু । বিমর্ষ পণ্যের দেশে রোদ আসে শিশির বুকে , আসে গণিকার মুখ , আসে ক্লেদপ্রিয় মানুষের হাত , রক্তাক্ত শরীর নিয়ে আসে সফোক্লিসের সৃষ্টিরা , হাত ধরে পরস্পর চুম্বন করে তারা জীবনের ঠোঁট , আমি দেখি সকল শিহরণ নিভে গেলে , অস্তমিত গেলে সকল উৎসবের আগুন । আমি সন্তর্পণে হাত রাখি বুকের বাঁপাশে । এই একটি মাত্র দাগ আছে আমার আকাশে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।