বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় দেশ। বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পর এদেশ একটি সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। এদেশে বহু রাজনৈতিক অধ্যুষিত দল এক এক দল এক এক রমক উদ্দেশ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিল সেই স্বাধীনের পরবর্তী সময় থেকে এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জন্ম দিয়েছে শত শত কেলেঙ্কারি নষ্ট করেছে দেশের সম্পদ কেড়ে নিয়েছে জানমাল, ধ্বংস করেছে দেশের সম্পদ, ধ্বংস করেছে দেশের সম্ভাবনাময় সম্পদ, কলঙ্ক করেছে বিশ্বের কাছে। মাথা উচু করে উঠতে সময় লাগবে আর কত কাল? তাই জাতির এই ক্রান্তিলগ্নে মনে পড়ে সেই আল-বদর, আল-শামস বাহিনী নিয়ে গঠিত চারদলীয় ঐক্যজোট বিএনপি জামাত সরকার, নিষ্পেসিত করেছিল বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র, দুর্নীতি, ঘুষ, কেলেঙ্কারি, ছিল অহরহ, অধ্যষিত আপামর জনসাধারণের উপর চালিয়েছিল নিষ্ঠুর ও বর্বরোচিত হামলা, কেড়ে নিয়েছিল আপামর সাধারণ মানুষের জনজীবন, আর এই বর্বরোচিত হামলার কথা মনে পড়লেও আজও আমি শিহরে উঠি কারণ আমিও সেই হামলার শিকার যা সাধারণ একটি বিষয় নিয়ে আমারও উপর হামলা চালিয়ে ছিল আর এ সবই করেছিল হাওয়া ভবনের নির্দেশনায়, হাওয়া ভবন থেকেই ঘোষণা এসেছিল "ওদের বাঁচিয়ে রাখা যাবেনা ওদের খতম করে দে ''শুধু আমি নই আরও কত মানুষ এভাবে অত্যাচারিত হয়েছে, আসুন দেখি সেদিনের বর্বরোচিত চিত্র। কি বুঝলেন? এই ছবিগুলো ২০০৪ সালের বিএনপি-জামাতের শাসনামলের। অনেক কষ্ট করে এই ছবি গুলি সংগ্রহ করেছি। আর এই ছবিগুলো থেকে প্রমাণিত হয় যে, দেশের আইন-শৃঙ্খলা কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল গণতন্ত্র? কিন্তু আজ তারা ক্ষমতায় যেতে চাই? ক্ষমতায় এসে তারা কি করবে দেশটাকে? একবার ভেবেছেন কি? আসুন আমরা আবার একটু চিন্তা করি আরেকবার ভেবে দেখি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।