কিসের নেশায় ছুটে ছিলাম আমি বিষের ছোঁয়ায় বাড়ছে ক্ষত আমার, ধুলোর ভেতর হাঁটছি ধুলো মেখে পরিচিত, তবু অপরিচিত পরিবেশে । ভেতর ফাঁপা শুন্য কাঁচের দেয়াল আমি হাতড়াচ্ছি বারে বারে নিজেকে , হিসেবটা হয়ে গেছে বড় গড়মিলে তবু আমি চোখ বন্ধ করে রাখছি । বাতাসে অচেনা সুরের আওয়াজ তবু সেটাই আসলে পরিচিত আমার , মেঘের ওপর এক আস্তরণ মাখা আমি ভেতর খুজছি তবু ভেতরটা ফাঁকা । এক গাঢ় অর্থহীন স্রোতের পিছে ছুটছি যেখানে ঢেউ আছড়ে পড়ছে আমার বুকে , তবু চুপ আমি ,বড় শান্ত না দেখার চেষ্টায় আছি কত । রোদ এসে ছুটছে অন্যপাশে আমি মেঘের ভেতর কেন খুজছি তাকে , বাতাসে পোড়া গন্ধ ভাসে তবু আমি ছুটছি দিবালোকের বেশে । অচেনা সুর আরও হচ্ছে গাঢ় তবু তার জন্যই যেন অপেক্ষা আমার , আমার আস্তিনে এক অদৃশ্য ভালোবাসা জমা হয়ে গেছে যার অর্থ আমার কাছে আজো অপরিচিত । শুকনো হচ্ছে শীতের পাতা আমি কোন এক অজানা কারণে এখনও তাকিয়ে থাকছি , জানি আজ দরজাটা শক্ত করে বন্ধ করে দিবো তোকে সত্যি বুকের ভেতর থেকে সরিয়ে দিবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।