আমাদের কথা খুঁজে নিন

   

বন্যায় পানিবন্দী কোটি মানুষ

আমি কাক নই, আমি মানুষ...

এখন সারাদেশে চলছে ভয়াবহ বন্যা। দু একদিন থেমে থাকার পর বন্যার পর আরো বাড়তে শুরু করছে । এই পানি এখন ধেয়ে আসছে মুলত দেশের মধ্যাঞ্চলে বলা যায় দেশের চল্লিশটি জেলা এক কোটি মানুষ এখন পানি বন্দী সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিরাজগঞ্জ জেলা। এখন দেশের রাজধানী শহর ঢাকা চারপাশে বন্যার পানি যেন আক্রমন হানার প্রস্তুতি নিচ্ছে। আর সামান্য পানি বাড়লে ঢাকার অনেক রাস্তা ওআবাসিক এলাকা পানির নিচে তলিয়ে যাবে।

ইতোমধ্যে বন্যা দূর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাবার সংকটের সাথে দেখা দিয়েছে পানি ও ওষুধের সংকট। সংবাদপত্রে বানভাসী মানুষের খাদ্যর জন্য আহাজারির খবর ও ছবি প্রকাশিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। বানভাসী মানুষের পূর্ণবাসনের সাথে নানা রকম অসুখ বিসুখ দেখা দেবে।

এ পর্যন্ত বন্যায়৩৮ টি জেলার২৩৪ টি উপজেলা ও ১হাজার ৬শ৬০টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১২০ জনে। প্রায় ৬লাখ ঘরবাড়ী আংশিক ও প্রায় ৯০ হাজার ঘরবাড়ী সমপূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয়। দিন যত যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

এবারের বন্যা এমন সময় আঘাত হানলো যখন দেশের অর্থনীতি আর সরকারের অর্থনীতি কোনটিই ভালো নেই। সরকারকে চলতে হচ্ছে ব্যাংক ব্যবস্থা থেকে বর্ধিত হারে ঝন নিয়ে। দেশের অর্থনীতি বহুমুখী সংকটে মুদ্রস্ফিীতি গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। রাজস্ব আয় ও রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি সদ্যবিগত অর্থবছরে। বন্যা ভাসিয়ে নিয়েগেছে কৃষকের ফসল।

বিপর্যস্ত হয়ে পড়ার আশংকায় আগামী মওসুমের ফসলও। সর্বোপরি বন্যা মোকাবেলা করার মতো অভিঞ্জতা সম্পন্ন রাজনৈতিক সরকারও নেই ক্ষমতায়। বর্তমান তত্বাবধায়ক সরকার এ ভয়াবহ বন্যা মোকাবেলায় কতটুকু সক্ষম হবে সে ব্যাপারে আছে অর্থনীতিবিদসহ সচেতন নাগরিক আশংকা। এবারের ভয়াবহ বিপদজনক দিক হচ্ছে বন্যায় এখন পর্যন্ত দূর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রান সরবরাহ করা সম্ভব হয়নি। শুধু মাত্র সরকারি প্রচেষ্টায় এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি মোকেবেলা করা সম্ভব নয়।

এখন পর্যন্ত বেসরকারি সাহায্য সংস্থা ও দেশের রাজনৈতিক দলগুলো বন্যায় সহযোগিতায় প্রকৃত অর্থে এগিয়ে আসেনি। জরুরি অবস্থায় রাজনৈতিক তৎপরতার বিধি নিষেধ থাকায় তারাও এগিয়ে আসতে পারছেনা বলে অভিযোগ করেছেন। অপরদিকে সরকারের পক্ষ থেকে অনাহুত বিতর্ক সৃষ্টি করা হয়েছে। দূর্গত কোটি মানুষের সাহায্যর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এখন পর্যন্ত বানভাসী মানুষের জন্য মানবিক চেতনায় দেশের মানুষকে উজ্জবীত করা যায়নি।

এখন বিতর্ক বা দোষারোপের সময় নয়। বিপর্যস্ত মানুষের পাশে দাড়ানোর সময়। একটি অনির্বাচিত সরকারের পক্ষে এ বিপর্যয় কোনভাবেই সামাল দেয়া সম্ভব নয়। এজন্য মানবিক চেতনায় উজ্জিবীত হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.