আমাদের কথা খুঁজে নিন

   

শিহরণ



অপদার্থ আমি অপদার্থই রয়ে গেলাম বিদায় বেলায় পারিনি তোমার পথ আগলাতে জোয়ারের তোড়ে তুমি এসেছিলে ভাটার টানে আবার গেছ চলে। ঢাক ঢোল পিটিয়ে মেঘে সওয়ার হয়ে অবঘোন্টন ফেলে এসেছিলে আমার সীমানায় বজ্রনিনাদ ভুলে নপুরের নিক্কন তুলে নেচেছিলে আমার আঙিনায় হাত বাড়িয়ে ছোঁয়ে আমি শিহরিত হয়েছিলাম রর্ষার ভারা গাঙে কলার ভেলায় উঠে দেখেছিলাম সমুদ্র জয়ের স্বপ্ন হঠাৎ!হঠাৎ সব হয়ে গেল এলোমেলো কোটিপতি বাবার ব্যাবসায়ি ছেলে তোমায় নিতে এলো, তাইতো বললে বিদায়। এখন তুমি দামি গাড়িতে দামি সেন্ট আর দামি গহনায় সাজো জানি আমাকে হয়তো আর মনে পড়ে না কিন্তু তোমার দেয়া একটু একটু ছোঁয়া আমি আজও গহীনে লালন করে রেখেছি যার ছোঁয়া আজও শিহরণ জাগায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.