যখন যা করা দরকার, করতে পারিনা !! হয়তো বুঝিনা, নয়তো করা হয়ে ওঠেনা। কি অদ্ভুত বোকা আমি !!! অদ্ভুত কিছু অনুভূতি বয়ে বেড়াচ্ছি !! নতুন কোন প্রানের আগমন কেমন পরিবর্তন আনে আর এক প্রানে জানা নেই , থেকে থেকে অদ্ভুত কিছু অনুভূতি পাচ্ছি শুধু !!! ভালো লাগার এক শিহরণ মনে প্রানে, প্রকাশ করেও করতে পারছিনা, যদি না হয় ! ইচ্ছা ও কাজ করছেনা,এই সময়ে এই নতুন আগমন নিয়ে জানতে পারার ব্যবস্থা করা তো মুহূর্তের ব্যাপার। তবু মনে হচ্ছে, থাকনা ধূসর কিছু অনুভূতি মনের মাঝে! ভালো লাগাটা বয়ে বেড়াই না, মনে হচ্ছে যদি হয় সার্থক জনম হবে, আর না হলে নতুন এক উদ্যমে সামনে এগিয়ে যাওয়া । তোমাকে বলতেও পারছিনা ঠিক ভাবে, কি অনুভূতি আমার হচ্ছে ! যদি না হয়, আর আমি হাসির পাত্র হয়ে যাই সেই ভয়ে । আম্মু সব ই জানে, সে তার মাতৃত্বের প্রকাশ করছে আমার প্রতি ! এখনি এটা করা যাবেনা, ওটা করা যাবেনা, কত কেয়ারিং তার ! এখানেও আমার যত লজ্জা, যদি না হয় আম্মু কি ভাববে ? কি অদ্ভুত এক সময় পার করছি তুমি যদি বুঝতে ! তুমি তো দিব্যি আছ, জানতে চাইছ আমার শরীরের খবর, আবার হাসছ ! তোমার হাসি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে, জান ? তাই ভাবছি তোমাকেও কিছু জানাবোনা , আমার অস্তিত্ব আমার মাঝেই থাক। বিধাতা যেন নিরাস না করেন, একাকিত্তের এই জাল আমিও কাটতে চাই! সারাদিনের অফিসের কর্ম-ব্যস্ততা শেষে যখন বাসায় ফিরি তোমাকে অনেক বেশি-ই মিস করি, তুমি যেন বুঝেও বুঝনা ! তাইতো নতুন এই অস্তিত্বের অনেক বেশি প্রয়োজন আমার । সে যেন তার অস্তিত্ব আমাকে জানিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, জান কি তুমি ? বুক ভরা এক আবেগ আমাকে তাড়িত করছে প্রতিনিয়ত !! সময় যেন থমকে যাচ্ছে আমার, যাকনা ! আম্মু বলেছে, এইত আর কয়েকটা দিন গেলেই কনফার্ম বোঝা যাবে ! সেই দিন তোমাকে জড়িয়ে বলব, দেখ এই যে আমার নতুন প্রান, একটু একটু করে বেড়ে উঠছে ! আমাদের প্রান ! ভাবতেই অনেক ভালো লাগছে জান ? বিধাতা তুমি-ই জান, কি তোমার সিদ্ধান্ত ! আমাকে একটু তাড়াতাড়ি কি জানাবে ? আচ্ছা, তুমি কি সাহানার ওই গান টা শুনেছ কখনও ? যদিও আমি জানি তোমার এইসব গান শোনার প্রতি অত আগ্রহ নেই, জানো..আমি বার বার গান টা শুনেই যাচ্ছি........ একটা ছেলে মনের আঙ্গিনাতে ধীর পায়ে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্না খুঁজে বৃষ্টি জলে একলা ভেজে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে আমিতো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ বনে নীলচে আলো জ্বেলে, সপ্নভেজা মাটিতে পা ফেলে.............. সেই ছেলেটা হঠাৎ এল মনে........ ছোট্ট আমি দুষ্ট আমি সে যে কেমন যেন হলাম জড়োসড়ো আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটি তে পা রেখে বুক ভরা আবেগ টুকু ঢেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।