আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার নায়ক আর নায়িকা প্রসঙ্গ !!!!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

এ নিয়ে কথা কিছু লিখতে মন না চাইলেও বার বার মনে হচ্ছিল লিখি। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই লিখলাম আর এই পোস্ট দিলাম। আসুন জেনে নেই আমাদের বাংলা ছবির এখনকার অবস্থা। আর আগে কি অবস্থা ছিল। গত ১৫ বছর আগেও সিনেমা হলে এ ছবি দেখতে যাওয়ার লোকের অভাব ছিল না।

তখন হল এ যেয়ে সিনেমা দেখতে যাওয়ার আলাদা এক মজা ছিল। ছেলে বুড়ো সবাই এটা উপভোগ করত। সেই সময় অনেক জনপ্রিয় নায়ক নায়িকা ছিল বাংলা সিনেমায়। তাই তাদের দেখতে হলেও সিনেমা হল এ যেত হাজার হাজার সিনেমা ভক্ত। কিন্তু এখন? সিনেমা হল এ কারা যায়? তার পরিবেশই বা কেমন? এটা না বললেও বুঝে নেয়া যায়।

তবে হুমায়ুন আহমেদ সহ কিছু কিছু পরিচালক গণ আছেন তাদের কারণে সিনেমা হল এ এখন মানুষ জন যান। যেমন ১ বছর আগে মুক্তি পাওয়া মনপুরা। এ সিনেমা দেখার জন্য যে পরিমাণ দশক হয়েছে তাতে আফসস ই থেকে যায় মনে যে এরকম ছবি বেশি বেশি হয় না কেন?? ইদানিং কালে একটা বিষয় বেশ লক্ষণীয় তা হল বাংলা সিনেমার নায়ক। নায়ক মান্নার অকাল বিদায়ের পর চলচিএতে নায়ক সংকট চলছে। এখন কার সিনেমা যে সব হচ্ছে তাতে রিয়াজ এর উপস্থিতি তেমন নেই বললেই চলে।

অথচ বেশ কয়েক বছর আগেও রিয়াজ় দেশ এর অনতম নায়ক ছিলেন। আর ফেরদৌস এর কথা কি বলব? সে এখপ্ন কোলকাতাতেই বেশি ব্যস্ত সমইয় কাটাচ্ছেন। ১ বছর আগে কোন এক চ্যানেল অনেক খরচা করে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। কতটুকু সফল হয়েছে সে কথা নাই বা বললাম। এটা আসলে ছিল সিনেমার নায়ক নায়িকা খোজার এক প্রতিযোগিতা।

আর এখান থেকে একজন করে নায়ক আর নায়িকা নির্বচিত করা হয়েছিল। কিন্তু এখন তারা কোথায়??? তাদের তো দেখায় যায় না। তাহলে এই প্রতিযোগিতার আয়োজন করে কি লাভ টা হল?? শুধু বিকল্প ধারার ছবি করার জন্যই কি তাদের আনা হল? নায়ক শাকিব খান কে নিয়ে এখন মুলত চলছে সিনেমা গুলো। এই একজন নায়ক কে দিয়ে এত সিনেমা কেন তৈরি করা হচ্ছে সেটা আসলেই এখন সবার মুখে মুখে। সবাই ভালই বিরক্ত এমন কি যারা বাংলা সিনেমা দেখেন না তেমন তারাও বিরক্ত এ ব্যপারে।

শাকিব খান কে দেখতে দেখতে এখন সবাই ক্লান্ত। শুধু শাকিব খান কে নিয় কাড়াকাড়ি এখন ঢালিউড পাড়া। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে এর সাথে সংযুক্ত সবাই এখন এক নায়ক মন্ত্রে বিশ্বাসী হয়ে উঠেছে। এর ফলে একজন নতুন নায়ক উঠে আসছেন না অথবা সুযোগ পাচ্ছেন না। এ অবস্থা যে কতদিন চলবে তা আসলেই বলা যাচ্ছে না।

আর নায়িকা সংকট এখন যে আরো প্রবল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না । এক অপু বিশ্বাস নিয়ে এখন চলছে বাংলা সিনেমা গুলো। শাকিব খান সিনেমায় আছেন আর অবধারিত ভাবেই সেখানে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাস কে । এটাই এখন একটা কমন ব্যপার হয়ে দাড়িয়েছে । বাংলা সিনেমার মাথা মোটা পরিচালক গণ দের বলতে চাই এইসব প্রথা বাদ দিন।

নতুন নায়ক নায়িকাদের সুযোগ দিন। ভাল গল্প তেরি করুন। এক কাহিনি এক গল্প থেকে বেড়িয়ে আসার চেষ্টা করুন। কপি পেস্ট সমৃদ্ধ ছবি করা থেকে দূরে থাকুন। বাংলা সিনেমায় এক বিপ্লব আনুন।

যেমন এরকম এক বিপ্লব এর জন্ম হয়েছিল সালমান শাহ আসার পর। আপনাদের হয়ত ধারনাও নেই যে ভারতের ছবি গুলো থেকে বছর এ কোটি কোটি টাকা আয় হচ্ছে। আর এই শিল্প ভারতের অন্যতম প্রধান শিল্প হিসেবে আছে। আমরা কেন সব কিছু তে পিছিয়ে পড়ছি এটা ভাবার সময় এখন হয়েছে। আর কতকাল এভাবে পিছনে পড়ে থাকব তাও ভাবতে হবে।

আমাদের প্রচুর মেধা আছে। কিন্তু ঠিক মত কেন কাজ এ লাগাতে পারছি না? এটা নিয়ে ভাবার সময় এসেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.