হাজারো নির্ঘুম রাতের প্রতিশোধ
আমি এখন ঘুমাবো, বিরক্ত কর না।
অনেক চলেছি, চলতে চলতে আমি ক্লান্ত।
নতুন সুর্যের জন্মের রক্ত দাগ দেখে চলা,
মধ্য সুর্যের দুরন্ত বেগের সাথে তাল মিলিয়েছি, এখন
পড়ন্ত বেলা। রাজ্যের ক্লান্তি আমার চোখে, আর চলতে চাই না,
আমি আর চলব না। আমাকে বিরক্ত কর না।
হাজারো নির্ঘুম রাতের প্রতিশোধ
আমি এখন ঘুমাবো, বিরক্ত কর না।
আর তোমরা যারা আমার রক্ত লাল চক্ষু বিবর্ণ হওয়া দেখার জন্য এসেছ
তোমরা যারা আমার বজ্র কন্ঠ নীরব হওয়া উপভোগ করার জন্য এসেছ
ওই উঁচু মিনারে তোমরা যারা আমার আমা-হীন দেহ কে নিয়ে আনন্দ মিছিলের
আয়োজন করছ তাদের কে বলছি আমাকে মুক্তি দাও, আক্রোশে আমাকে টুকরো টুকরো
করে ফেলো, আমার ঘুম ভাঙ্গিও না , আমি ক্লান্ত অনেক।
হাজারো নির্ঘুম রাতের প্রতিশোধ
আমি এখন ঘুমাবো, বিরক্ত কর না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।