আমাদের কথা খুঁজে নিন

   

এপিটাফ



দুধেল চান্দের নিচে মাতাল হয়া যায় হিমেল বন ঠিক তহন গুলির আওয়াজ; মাটিত পইড়া যায় আসমানের দুত। বয়া যায় লোহিত সাগর। সঙ্গিনী চক্কর দেয় মাথার উপর তার চোহে পানি নাই মুহে নাই ভাষা। আবার আঙ্গুলী হেলায় নিশীত দানব; বনের গতরে বিষের গন্ধ চান্দের শরম। (নোটঃ আর কয়েক দিন পর থেকে আসতে শুরু করবে অতিথি পাখির ঝাঁক। আমাদের রসনার শিকার বিলুপ্ত প্রায় বিভিন্ন জাতের এসব পাখিদের জন্য কিছু একটা করা খুব প্রয়োজন।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।