ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
অতঃপর রাত শেষ হলে-
আরো একটি সকাল এসে স্বপ্নের দরজায়
করাঘাত করে- বলে, কে আছো ঘুমিয়ে
সব জাগো। শিশির জমানো ঘাসে
পড়ে গেছে রোদের আদর, শুরু হয়ে গেছে
সব জীবনিক কোলাহল-
সূর্য তাপ, নতুন প্রভাত
অতঃপর আবার ব্যস্ত সব, ব্যস্ত পৃথিবী জুড়ে
পুরোনো উত্তাপ। আনন্দ শোক তাপ
আবার নতুন করে কথামালা, ধারাপাত
ভুল কর, শুধরে নাও- আবার পৃথিবী
জুড়ে মানুষের অনন্ত প্রপাত
অতঃপর যাবার সময় এলে-
ফিরে তাকিও না, ফেলে যাও দীর্ঘশ্বাস
আর কিছু মানুষের দীর্ঘ আলোচনা
কঠিন কথার তীরে বিদ্ধ হও তবু
ফিরে তাকিও না, ফেলে যাও পদরেখা-
স্পর্শ, রেখে যাও- তোমার বদলে
তোমারই দীর্ঘ এক ছায়া, আর কিছু শোকগাথা,
আর কিছু ভেজা চোখ, ফিরে তাকিও না
অতঃপর খুব বেশী কিছু হলে দেখে
যেতে পারো এপিটাফ
'লোকটা ভালই ছিল, শুধু...'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।