আমি আমার আনন্দে লিখি!!! গতকালের আবহাওয়া পূর্বাভাসে বুঝে ছিলাম আজ বৃস্টি হবে তাই বিকেলটা বরাদ্দ দিয়েছিলাম তোমার জন্য গুড়িগুড়ি বৃস্টি, ঠান্ডা বাতাস, পর্দাসহ রিক্সার আয়োজন ছিল ছিল হরতালের ভয় ভেঙ্গে মতিঝিলের ঘরোয়াতে ভুনা খিচুড়ি খাওয়ার সাহস তাই সিগারেটের টাকাটা খরচ করিনি, কিনিনি অন্য পন্য! আশায় ছিলাম,হয়ত স্মৃতি-কাতরতাও ছিল! এখন রিক্সায় আর চল্লিশ টাকা নেই ঘন্টা, হলিক্রস স্কুলের সামনের ঝালমুড়িগুলো এখন ঠোঙ্গা পাচ টাকা রেসিডেন্সিয়াল কলেজেরর ওয়ালগুলো নতুন প্রিন্সিপাল আরো ঊচুতে দিয়েছেন তুলে মিস করি খুউব!সেই তোমার জন্য কত পালাতাম! সবটাই কি ভুলে? আমি এখনো বৃস্টির দিনগুলো তোমার জন্যই বরাদ্দ দিই রিক্সায় একা বসলেও বসি বাম পাশে বৃস্টির কাদা-পানি মাখা পথঘাট গুলো স্মৃতি হয়ে প্রায়ই এলোমেলো হয়ে ছুটে আসে!! অভ্যেসে? পুরোনো দেয়াল ভেঙ্গে রাজমিস্ত্রীরা নতুন বাড়ি বানায় জানো তো? সেই পুরোনো ইটগুলো কিন্তু ফেলে দেয় না! গাথুনির সময় রোদে পোড়া, বৃস্টিতে ভেজা ইট গুলো নতুন সৃস্টির ভিতের গাথুনি দেয়! বাধন গুলো নাকি শক্ত হয়! কুসংস্কার বলে একে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।