জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
ইন্ধিরা রোডের বাড়িটা সংসদ ভবনের বিপরীতে ছিলো
আমরা কজন নিশাকালের জোস্নায় স্নান সেরে
রাত্রিকে নিদ্রাহীন আমেজে স্বপ্নের চৌকাট বানাতাম
ঝড়ে পড়া মিহি কুয়াশা দানা অথবা আগুনের ফুলকি
বাতায়নে কি তুমুল উদ্দামতা এনে দিত ;
সমীরনে কার যেন ভেজা সুরের মিহিন ফিসফাস
গোলচাঁদ যখন আকাশের সীমানায় এঁকে দিত সীমারেখা
মানিক মিয়া এভিনিউ তখন কি ফকফকা সৌন্দর্যের আধার
আর সংসদ ভবন তখন কি মধুময় 'লুই আই কান'
প্রনমী তোমায়....হ্যাটস অফ ইউ ব্রাভো.............।
আমরা স্বপ্ন বানাতাম রাত জেগে
আমরা স্বপ্ন কিনতাম চড়াদামে
ঝাকে ঝাকে কবুতর সুখ-বার্তা নিয়ে আমাদের অপেক্ষায়...
ভবিষ্যতের অপার স্বপ্নে আমরা আজ ছিটকে পড়ছি
কেউ দূরাবাসে...কেউ আপন আধারে................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।