দক্ষিণ কেরিয়ার গামি শহরে সাড়ে সাত মাইল রাস্তায় এ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সন্নিবেশিত এ রাস্তাটি তৈরি করেছেন কোরিয়ার অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা। রাস্তাটির নিচে বৈদ্যুতিক তার রয়েছে এবং তা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে চলন্ত বাসকে চার্জ করে। তবে এটি শুধু বাসকেই চার্জ করতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ফোর্বস।
নির্মিত রাস্তাতে এ প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে করে এটি কোন বাসের চার্জ প্রয়োজন এবং কোনটির চার্জ প্রয়োজন নয়, তা শনাক্ত করতে পারে। আর এভাবেই যেসব বাসের চার্জ প্রয়োজন হয় সেগুলোকে চলন্ত অবস্থায় চার্জ দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।