আমাদের কথা খুঁজে নিন

   

চলন্ত ট্রেন

খাদিজা আখতার রেজায়ী দুনিয়াটা যেনো এক বড়ো রেলগাড়ী এ এক বাহন শুধু নয় কারো বাড়ী দিন নেই রাত নেই চলে এই গাড়ী বলো তাড়াতাড়ি- চলে এই গাড়ী।। হুড়োহুড়ি করে কেউ উঠেই হাঁপায় তড়িঘড়ি করে কেউ সোজা নেমে যায় ওঠানামার এ নিয়ম চলছেই হরদম যেতে কেউ চায় নাকো এই ট্রেন ছাড়ি যেনো নিজ বাড়ী- এই ট্রেন তারই।। এই ট্রেনে যারা ওঠে সকলে জানে নেমে যেতে হবে তাকে যেকোনো স্থানে যার আছে সম্বল তার আছে মনোবল খুশী মনে নেমে যাবে হেসে তাড়াতাড়ি ছেড়ে দেবে গাড়ী- যাবে নিজ বাড়ী।। এই ট্রেনে আছে কিছু নিয়ম কানুন মেনে যারা চলে তার পাওনা দ্বিগুন এই রেলগাড়ী যার মালিকানা শুধু তাঁর সকল তারিফ আর মালিকানা তাঁরই সব কিছু তাঁরই- গাই গান তাঁরই যতটুকু পারি- গাই গান তাঁরই। খাদিজা আখতার রেজায়ী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.