বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান থেকে নারায়নগঞ্জগামী কোমল পরিবহন একটি বাসে আগুন দেওয়া হয়।
মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার ইলিয়াস শরীফ জানান, বাসে আগুন দেয়ার পরপরই পাশের একটি সিএনজি ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা হয়। এরই মধ্যে ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন পুরোপরি নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চলন্ত গাড়িতেই এ আগুন দেয়া হয়। যাত্রীবেশে কেউ পেট্রোল বা গান পাউডার ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
আহত ছয় আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।