দলের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে আবারও চমক আনছে আওয়ামী লীগ। প্রচারে ডিজিটাল, অ্যানালগসহ সব মাধ্যম ব্যবহার করে দলকে শক্তিশালী অবস্থানে নিতে এই কৌশল ব্যবহার করতে চায় দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা এবং বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের অপপ্রচারের মোকাবিলার জবাব দিতে দলের তরুণ সাংসদ, চলচ্চিত্র ও নাট্যাভিনেতা এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে ১৮টি টিম কাজ করবে। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের প্রচার উপকমিটির কয়েকজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেছেন, টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার, রোড শো, পথসভা, কর্মী সমাবেশ, পোস্টার ও পুস্তিকা প্রকাশ, ইলেকট্রনিক বিলবোর্ড এবং প্রজেক্টরের সহায়তায় সরকারের উন্নয়ন ও আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
প্রচারের দায়িত্বে থাকা দলটির নেতারা চিন্তা করছেন, রাত সাড়ে আটটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত টেলিভিশনের প্রাইম টাইমের (যে সময়ে সবচেয়ে বেশি দর্শক থাকে) ‘চাঙ্ক’ (নির্দিষ্ট সময়) কিনে কিংবা বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করে একযোগে সব চ্যানেলে সরকারের উন্নয়ন ও বিরোধী দলের ধর্মীয় অপপ্রচারের জবাব দিতে বিশেষ ‘প্রামাণ্যচিত্র’ সম্প্রচার করা হবে। এ ছাড়া দুটি অনুষ্ঠানের মাঝখানের (ফিলার) সময়ে স্বল্প আকারের বিজ্ঞাপন দেওয়া হবে। পাশাপাশি ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তরুণ প্রজন্মকে আহ্বান জানানো হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।