আমাদের কথা খুঁজে নিন

   

প্রচারে : অত্র এলাকার সর্বস্তরের জনগণ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

সকল ধরনের পোস্টারের তলায় এই একটি বাক্য শোভা পেতে দেখা যায়। বিশেষ করে নির্বাচনী পোস্টারে এই বাক্য ব্যবহার অত্যাবশ্যক। সংসদ নির্বাচনের পোস্টারেও এই বাক্য ছিল এবং এখন উপজেলা নির্বাচনের পোস্টারেও এই বাক্য উপস্থিত আছে। কিন্তু আমার প্রশ্ন হল, সর্বস্তরের জনগণ তো এই পোস্টার ছাপায় নাই, এটা সবাই জানে। এই পোস্টার ছাপিয়েছেন ওই প্রার্থী যিনি তার মার্কায় ভোট চাইছেন। ভোট চাইছেন তিনি, প্রচারও করছেন তিনি অথচ জনগণের ঘাড়ে তার দায় চাপিয়েছেন। এটা কি কোন সভ্য আচরণ হল ? কেন সর্বস্তরের জনগণের নামে এই মিথ্যা বাক্যটা পোস্টারের নিচে ব্যবহার করা হয় ? ভোট চাওয়ার প্রক্রিয়ার মধ্যেই যদি মিথ্যার আশ্রয় নেয়া হয়, তবে পরবর্তীতে মিথ্যার আশ্রয় নেয়া তো খুবই স্বাভাবিক। আমার মনে হয়, এই বাক্যটি ব্যবহার করার কোন দরকার নাই। দিনের পর দিন বোকা জনগণের নামে চলে আসা এই মিথ্যাচারটি অবিলম্বে বন্ধ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.