আমাদের কথা খুঁজে নিন

   

মরিনিয়োর প্রতি রোনালদোর ‘অভিমান’

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে গিনেস কাপ চলার সময় রিয়ালের সাবেক কোচ মরিনিয়ো জানিয়েছিলেন, ‘রোনালদো’ বলতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো নয়, ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদোকে বোঝেন। তখন এ নিয়ে কোনো কথা বলেননি ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে এক প্রীতি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে হার থেকে রক্ষা করার পর সাংবাদিকদের তিনি বলেন, “ঐ ব্যক্তির (মরিনিয়ো) নাম আমি উচ্চারণ করবো না। কারণ তিনি এর যোগ্য নন। ” স্বদেশের মরিনিয়ো থেকে অভিমানে মুখ ফিরিয়ে রাখলেও রিয়ালের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় পঞ্চমুখ রোনালদো।

নতুন কোচের অধীনে লা লিগা পুনরুদ্ধার ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আনচেলত্তি অসাধারণ কোচ, একজন দারুণ মানুষ। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। ” “আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করবো। কাজটা কঠিন, তবে আমাদের দলটা ভালো। আমাদের দারুণ একজন কোচ আছেন।

লক্ষ্য পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করবো,” যোগ করেন রিয়ালের হয়ে ২০১টি গোল করা রোনালদো।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।