আমাদের কথা খুঁজে নিন

   

মরিনিয়োর প্রত্যাবর্তনে চেলসির জয়

রোববার চেলসি ২-০ গোলে হাল সিটিকে এবং টটেনহ্যাম ১-০ গোলে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।
দ্বিতীয় মেয়াদে চেলসিতে ফিরে আসা কোচ জোসে মরিনিয়োর প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনটা হলো দারুণ। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের গোলে এগিয়ে যায় চেলসি।
বল নিয়ে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়ে বেলজিয়ামের মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। আর তার দারুণ এক পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি ২১ বছর বয়সী অস্কার।


১২ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। প্রায় ৩৫ গজ দূর থেকে নেয়া এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় গত মৌসুমের তৃতীয় স্থানে থাকা দলটির।
লন্ডনের সেলহার্স্ট পার্কে অন্য ম্যাচে টটেনহ্যামের জয়ের নায়ক কদিন আগে স্পেনের দল ভ্যালেন্সিয়া থেকে আসা রবার্তো সলদাদো। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্প্যানিশ এই স্ট্রাইকার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।