আমাদের কথা খুঁজে নিন

   

মরিনিয়োর মুখে একতার জয়গান

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগসহ ছয়টি শিরোপা এনে দিয়েছিলেন মরিনিয়ো। এবারো সাফল্য প্রাপ্তির লক্ষ্যে চেলসি-ভক্তদের ঐক্যবদ্ধ করার দিকে জোর দিচ্ছেন তিনি। বৃটেনের জনপ্রিয় পত্রিকা ‘দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমি তাদের ‘ব্লু’ পরিবারের সদস্য হিসেবে পাশে চাই। গত বছরের কোনো এক সময় যা মনে হয়েছিল ভেঙ্গে গেছে। ” “আমি আবার এই পরিবারকে ঐক্যবদ্ধ করতে চাই।

আমি চাই তারা যেন আমাদের সবাইকে পূর্ণ সমর্থন দেয়। আমি চাই তারা যেন খেলোয়াড়দের পাশে থাকে, চেলসির পাশে থাকে। ” তিনি আরো বলেন, “ভালো-খারাপ দুই সময়েই যেন তারা আমাদের পাশে থাকে। রৌদ্রোজ্জ্বল ও ঠান্ডা আবহাওয়া, ঘরে-বাইরে, হার-জিত সব সময়ই আমি তাদের আমাদের পাশে চাই। ” এবার ব্যর্থ হলে তার অতীতের সম্মান ক্ষুন্ন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভিন্ন দুটি দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো বলেন, “মনে হয় না এখানে (চেলসিতে) আমি আমার অর্জনকে কোনো রকম ঝুঁকির মধ্যে ফেলছি।

কারণ আমার অর্জন কেউ মুছে ফেলতে পারবে না। চেলসিতে আমার গড়া ইতিহাসও কেউ কেড়ে নিতে পারবে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।