আমাদের কথা খুঁজে নিন

   

একটু দেখার কথামালা

হিজল গাছটা ঝিরিঝিরি সাদাফুলে চুলের অরণ্যে

হাওয়া হাওয়া খেলা করছে পাশেই কাঠের পুলটা একা

আর মাত্র ক'টা দিন, কাঠের পুলের মৃত্যু হবে!

কত স্মৃতি ওখানে দাঁড়িয়ে শোল মাছের লাল পোনা

কিলবিল টুপটাপ ডোবা ভাসা আরো কতকিযে

শান বাঁধানো ঘাটের জলে আলতা রাঙানো পা যে কেমন সুন্দর!

হিজল গাছটা যখন তন্ময় হয়ে দেখছিলে

তখন চিমটিকাটা, তোমারকি আজ মনে আছে

ইস্! গালে কেমন সে দাগ বসেছিল,

আমার ভীষণ কষ্ট হচ্ছিল

তুমিতো তাতেই আনন্দে উত্তাল উন্মত্ত প্রেমিক

বুঝেছি, কেউতো আর আমারই মত আপন ভাবেনি!

হবে হয়তো তোমার কথা সত্যি যদি বলি

ভালোবাসি ভালোবাসি প্রেমিক দুজন দুজনই

হিজল গাছটা ভাবুক ভীষণ একাকী শুধুই

বাঁচে এবং বাঁচায় সবুজের কারুকাজে

বর্ষা শরতে আবার বসন্তের যৌবনে হিল্লোলে!

বর্ষায়তো মতিচ্ছন্ন মেঘপুত্র ঘুরে যায় কোন দূরে

সামান্য স্নেহেই গলে পড়ে শুধু ঝরে জলকণা

তবু নেই যেন কোনো বনিবনা, আকাশে রবিতে

বর্ষার ধর্মেই অটল বিলাসী ঝরে, শুধু ঝরে যায়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.