আয়নায় বৃদ্ধ ছায়া
বিচলিত,বিক্ষত,বিক্ষিপ্ত
অসময়ে,অতর্কিতে মুখ ফিরিয়ে
ঘুরে দাঁডিয়ে
বলতে চায় অনেক কিছু।
বিকেলের অবসন্ন অল্প আলোয়
তার নিরুচ্চারে কেবল
প্রেমহীন স্বীকারুক্তি,অপ্রেমের দীর্ঘশ্বাস এসে পড়ে
ঠোঁটে তার
শুকনো,রুগ্নো,দুর্ভিক্ষ পীডিত কাকেরা এসে বসে
বিসদৃশ বিবর্তন ব্যক্ত হয়
অমসৃন আলোয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।