আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবিম্ব

মানুষ মাত্রই জ্ঞানী। জ্ঞানই আত্মা । আমি মানুষ , আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।

মনের গহীনে ডুবি তুলে আনি স্মৃতির এক একটি শামুক, খুঁজি মনপ্রিয় মুখ । বড় অস্পষ্ট স্মৃতি হাতড়ে বেড়াই , ডুব দেই যতক্ষণ দম থাকে খুঁজি তোমায় ।

দম ফুরাবার সাথে সাথে কষ্ট বাড়ে । একটু একটু কষ্ট নিয়ে উপরে আসি হা করে প্রচণ্ড বেগে দম নেই,ঠিক তোমাকে দেখে হৃৎপিণ্ডটা এভাবেই লাফাত । কি প্রচণ্ড ভালো লাগা ! আজো আছে , প্রচণ্ড কষ্ট ! জীবন তার চেয়েও কঠিন, টেনে হিঁচড়ে নিয়ে চলে । জীবনের লোহিত সাগরে যেন মায়াবী শুশুক । সুখের কোন ভাষা নাই , সুখের সীমা সুখ পর্যন্তই এর আর পর নাই ।

দুঃখের দিগন্ত প্রকৃতির মত অনাদি অনন্ত । যার সুন্দর একটি নাম আছে , আমরা ডাকি - কষ্ট । এক দীঘি কষ্ট নিয়ে হৃদয়ের গোধূলি লগ্নে ভেসে যাই দিগন্তের দিকে আঁধারের কাছে যাব বলে । ওখানেই শান্তি খুঁজি আঁধার আর কষ্টের আঁধার একাকার। নিকশ কালো আকাশে মিটমিট করে সুখ তারারা।

ভাসি আর আনমনা তাই দেখি জীবন ভাসিয়ে নিয়ে চলে। জীবন কি কষ্ট বোঝে? ওর কি মন আছে ? জীবন তো আর মানুষ নয় । যা চাই ,যা চাইনা ,যা পাই, যা পাইনা জীবনের তাতে কিছুই আসে যায়না । সে তার পাওনা বুঝে নেয় কড়ায় গণ্ডায় । জীবনের সকল পাওনা দিয়ে নিঃস্ব হয়ে হই মায়াবি শুশুক ।

ভাবি লড়ছি কারন বেঁচে আছি আসলে ভাসছি ,জীবন স্রোতে। জ্যোৎস্না মরীচিকায় ছুটি স্বাদ নিতে যাই হারিয়ে যায় , কাছে যাই তলিয়ে যায়। কালোর গভীরে আমিও লীন । ডুবতে ডুবতে সেই পঞ্চমীর চাঁদ , চোখের প্রতিশ্রুত শত্রু হয়ে যায় নীল তিমি অথবা মেঘ। সরে গেলেই, চাঁদরূপ ভুলে যাই সকল প্রতিশ্রুতি।

হারাবার ভয়ে ভাসিনা । চারিদিকে অন্ধকার, গহীনের নিস্তব্ধতা, ছায়াহীন শরীরে একবিন্দু চাঁদের প্রতিবিম্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।