আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
কুঁ ঝিকঝিক শব্দ এখন অতীত
খোলা আকাশের মুক্ত হাওয়ার সাথে
আঁড়ি নিয়ে এখন পাতাল ভেদ করে
শো শো শব্দ নিয়ে ছুটে চলে পাতাল ট্রেন।
লোহার পাতের সাথে লোহার চাকার
ক্রমাগত ঘর্ষন
চকিতে অগ্নিস্ফুলিঙ্গ
স্লিপারের উপরিভাগের মরিচিকা মুছে স্বচ্ছতা
জানান দেয়-দুই ধাতুর ক্ষয়বোধ
নবায়নের সময়টা চোখের সামনে এসে গেছে।
কর্তৃপক্ষ নেমে যাবেন নবায়নের কাজে
তাতে আমার ভ্রুক্ষেপ নেই,এটা আমার ভাবনা নয়
যাত্রী লাইনে দাঁড়িয়ে থাকা একজনের দিকে আমার দৃষ্টি
নিজেকে শেষবারের মত গুছিয়ে নেবার ছলে
মরিচিকা মুছে যাওয়া স্বচ্ছ স্লিপারে আমি তখন আরশী খুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।