আমি একজন অসুখী মানুষ, আমার দুচোখে কখনও একবিন্দু সুখের রোদ্দুর এসে পড়ে না কারণ, আমি নিজের ছাড়া অন্য কারো সুখ দেখতে চাই না, আমার চারপাশে কেউ সুখে থাকলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি তার সুখ নষ্ট করতে, একান্তই যদি না পারি,প্রার্থনা করি কোন অলৌকিক শক্তি যেন তা করে দেয়। আমার চারপাশে মানুষেরা একজনও কর্মঠ না, কাজে কর্মে কারও নৈপুন্য নাই কারণ, আমি বিনা পরিশ্রমে সফল হতে চাই। মানুষগুলো সব অমানুষ যেন, সুন্দর করে কথা বলা, ভাল ব্যবহার করা, ভদ্রতা, সৌজন্য এসব কেউ জানেই না কারণ, আমার কথার কাঁটা কার বুক থেকে কতটুকু রক্ত ঝরায়, আমি তার ধার ধারি না। আমার উপযুক্ত সম্মান দেওয়ার মত মেধা, শিক্ষা, সৌজন্যবোধ কারোর মধ্যে নেই, সব অপদার্থ, মুর্খের দল কারণ, আমি প্রচণ্ড মাত্রায় দাম্ভিক এবং অহংকারী। আমি সারাক্ষন স্রষ্টাকে অভিযুক্ত করি কারণ, আমি তাঁর নিকৃষ্টতম সৃষ্টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।