পরির্বতনের সময় এখন....
সকালের তীব্র রোদ দক্ষিনা জানালা দিয়ে চোখে পড়তেই অয়ন অলস ভঙ্গিতে উঠে বসে। আজ অয়নের তাড়া নেই ------নেই কোন কাজের ব্যাস্ততা----বন্ধের এই দিনটি অয়নের অন্যরকম কেটে যায়। কাজের তাড়া না থাকলেও অন্যরকম এক তাড়া অয়নের মাঝে কাজ করে যায়। তাড়া থেকে যায় তার সাথে দেখা করার সেই সাথে কথা বলার... ... ...
দিনের কর্মসুচি ঠিক করতে করতে অয়ন আয়নার সম্মুখে হাজির হয়। সময় করে আজ দেখছে নিজেকে। হঠাৎ মনে পড়ে যায়.. .. ... ... হিয়ার সাথে আজ দেখা হবেনা.....অয়ন থমকে যায় ... .. হয়ে যায় আনমনা.. ... কাল রাতের কথাগুলো অয়নকে বিক্ষিপ্ত করে তোলে..হতে পারে কাল রাতটাই শেষকথা হয়ে থেকে যাবে তার হিয়ার সাথে... ... ...অয়ন আনমনা হয়ে রয়ে একটুক্ষন...চেয়ে রয় নিজ প্রানে... ... ...
"অয়ন তুমি একটা বে-হায়া "
(অয়ন চমকে উঠে ... ...তাকে থাকে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে............হ্যাঁ প্রতিবিম্বই কথা বলছে....)
অয়ন ঃ আমি বে-হায়া? এত বড় কথা.....
প্রতিবিম্ব >তুমি নিজে একটু চিন্তা করে দেখ.........শুধু কি তাই ....তুমি প্রচন্ড রকম বোকা...
অয়ন ঃ একটু রেগে যায়....চুপ করে থাকে......
প্রতি. > তুমি যেটা পারবেনা সেটা ঝুলিয়ে রেখেছ কেন??? নিজে ঝুলে থাকচ সেই সাথে অন্যকেও....
অয়ন ঃ আমি ওকে কষ্ট দিতে চাই না ...তারপরও কষ্ট দিয়ে যাই অনিচ্ছা সত্বেও ......
প্রতি. > তুমি কি জান, তুমি কি করছ??
অয়ন ঃ আমি জানি না.... আমি কি করছি.....আমি নিজকে ঘৃনা করছি.... প্রচন্ড রকমে....হয়তো সেও করবে....
অয়ন সম্বিত ফিরে পায় .....সামলে নেয় নিজেকে...ফিরে যায় আপন বিছানায়.....ভবিষ্যৎ চিন্তা করতে করতে অয়ন অলস ভঙ্গিতে আবার বিছানায় আধশোয়া হযে পড়ে....হাঠাৎ করেই অয়নের সব কিছু যেন থমকে গেল.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।