স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই এই তো সেদিন রাতে, চারপাশের কোলাহল যখন আরেকটি ভোরের প্রতীক্ষায় রাতজাগা তারা রা আলো জ্বেলে ক্লান্ত ঠিক তখন মুখোমুখি হয়েছিলাম একটি ছায়ার। প্রথমে ভেবেছি স্বপ্ন বুঝি, আশৈশব কল্পনার কোন এক অস্পৃশ্য চরিত্র বুঝি নেমে এসেছে স্বর্গ থেকে মর্ত্যে । ভেবেছিলাম হাত বাড়ালেই হয়ত বা অধরা, ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখি- ছায়া টা দাঁড়িয়ে আছে ঠায় ভুতুড়ে গল্পের মত...... হঠাত ছায়া আমায় বলে, কেমন আছিস তুই? কৌতূহল নাকি ঘুমঘোরেই ছায়া হয়ে গেল বন্ধু জিজ্ঞেস করলাম,মনে আছে তোর ওই যে জানালার পাশে পলাশ গাছটা আমার রাঙ্গা পুতুলের বিয়েতে মালা দিবি বলে গাছে উঠে পলাশ কাঁটায় হয়েছিলি রক্তাক্ত। আর ওই শেওলা জমা পুকুরঘাট? রোজ সন্ধ্যায় ওখান থেকেই মা তোকে টেনে হিঁচড়ে বাসায় আনত! তারপর একদিন মায়ের বকুনি খেয়ে হিজল বনে হয়েছিলি নিরুদ্দেশ। ঢোল কলমির পাতার পিঠা, বালির ভাত আর বুনোফুলের সবজি খোলামকুচি তে সাজিয়ে চলত তোর দিনভর খেলা, মা একটু চোখ রাঙ্গালেই ঠোট উল্টিয়ে ভাসিয়ে দিতি অশ্রু বানে বড্ড বেশি অভিমানী তুই,না রে?? ওই পাড়ার নোলকের কথা মনে আছে তোর? খেলতে গেলেই ওর সাথে যত রাজ্যের ঝগড়া, আর সায়রা আপা? ধপাস করে পড়ে গেলেই অনেক অনেক আদর আর একটা লজেন্স !! জানিস,কামিনী গাছটা ও এখন আর নেই একটু সময় পেলেই ক্ষেতের আল ধরে ছুটে চলা ভুলে গেছি সেই কবে । এটুকু বলতেই হাসির শব্দে চমকে তাকাই ফের মুখোমুখি হই ছায়ার, দেখি আমার সামনে দাঁড়িয়ে থাকা আরেক আমাকে , নিরন্তর কোলাহল আর জনসমুদ্রে সুখের অভিনয় করা এখনকার আমি নই অনেক বছর আগে ফেলে আসা আসল আমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।