আমাদের কথা খুঁজে নিন

   

একতরফা নির্বাচনে অংশ নেবে না জাপা

আওয়ামী লীগ একতরফা নির্বাচনের আয়োজন করলে তাতে অংশ নেবে না জাতীয় পার্টি। একতরফা নির্বাচন হলে সহিংসতা বাড়বে বলেও মনে করছে মহাজোটের অন্যতম শরীক এই দলটি।
 
 
আর একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে সহিংসতা সৃষ্টির দায় নিতে চায় না জাপা। সেজন্যই প্রেসিডিয়ামের বৈঠকে আওয়ামী লীগের অধীনে একতরফা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
 
 
আজ দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসিডিয়ামের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
 
বৈঠকে এরশাদ জানান, ২শ' আসনে দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আর বাকি ১শ' আসনে প্রার্থী চূড়ান্ত করতে চান তিনি। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ১৯ জেলা ও ৩ মহানগর কমিটি অক্টোবরের মধ্যেই গঠনের তাগিদ দেন।
 
 
হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বৈঠকে আলোচনায় আরও অংশ নেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম তাজুল ইসলাম চৌধুরীসহ প্রেসিডিয়ামের প্রায় সকল সদস্য।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।