আমাদের কথা খুঁজে নিন

   

অনুমোদন না নিয়ে ভবনের উচ্চতা বাড়ানোয় জরিমানা

সোমবার নগরীর নাসিরাবাদ এলাকায় সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এনায়েত হোসেনের মালিকানাধীন ভবনকে এ জরিমানা করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নগরীর বহদ্দারহাট এলাকায় আবাসিক ভবনে গার্মেন্টস কারখানা ভাড়া দেয়ায় তাদের সতর্ক এবং কারখানা অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
আশরাফুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে ছয়তলা শিল্পভবনের অনুমতি নিয়ে সাততলা ভবন তোলায় নাসিরাবাদের ওই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অননুমোদিত অংশ ভেঙে ফেলার নির্দেশও দেয়া হয়েছে।
এছাড়া নগরীর বাকলিয়া থানাধীন সিডিএর কল্পলোক আবাসিক এলাকায় বিভিন্ন প্লটে অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় মালিকদের একমাসের মধ্যে তাদের ওইসব অংশ ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয় বলে ম্যাজিস্ট্রেট জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.