মাছি
সরসিজ আলীম
সিঁড়ি দিয়ে উঠে বসলাম ছাদে,
মই বেয়ে চ’ড়ে বসছি চাঁদে।
বান্ধবী দেখলো ছাদের উপর চাঁদ,
আর চাঁদের গায়ে লেগে আছে ডুমো নীল মাছি।
বন্ধুটি জানালো, বান্ধুবীর বুকে চাঁদ,
আর চাঁদের গায়ে কি বিশ্রী ব’সে আছে নীল মাছি।
বন্ধুটি যখন মাছিটি তাড়াতে যায়, বান্ধবীর আপত্তি
ফণা তুলে দাঁড়ায়।
মাছিটি গৃহস্থের আম-দুধ সাবাড় করে
এখানে বান্ধবীর বুকে নিরাপদে মুখ লুকিয়েছে।
ঘরের বাত্তি নিভিয়ে চাঁদের আলোতে আম-দুধ
দিচ্ছে বান্ধবীটি,
আর মাছিটি হাটু ভেঙে ব’সে কনুই ডুবিয়ে
আম-দুধ খেয়ে যাচ্ছে হরদম! আহা!
০২.১০.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।