আমাদের কথা খুঁজে নিন

   

মাছি মারতে জেনেটিক মাছি!

অক্সিটেক নামে যুক্তরাষ্ট্রের একটি বায়োটেকনোলজি গবেষণাপ্রতিষ্ঠান নতুন প্রজাতির মাছি তৈরি করেছে যা প্রাকৃতিক উপায়ে মাছির বংশবৃদ্ধি রোধ করতে পারে। জিন প্রকৌশল ব্যবহার করে বিশেষ একধরনের মাছির নতুন প্রজন্ম তৈরি করেছেন গবেষকেরা যা অলিভ গাছকে মাছির অত্যাচার থেকে রক্ষা করতে পারবে।

গবেষকেরা নতুন প্রজন্মের এ মাছির একটি জিন পরিবর্তন করে দিয়েছেন। এতে করে মেয়ে মাছি লার্ভা অবস্থায় বা একেবারে ছোট অবস্থায় মারা যাবে আর পুরুষ মাছি পরিবর্তিত জিনসহ বড় হলেও বংশবিস্তার করতে পারবে না।

বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘নিউ সায়েন্স’ জানিয়েছে, যুক্তরাজ্যের গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন নতুন প্রজাতির মাছির সাহায্য নিয়ে ৭০ দিনের মধ্যেই অলিভ গাছের মাছির প্রজন্ম ধ্বংস করে ফেলা সম্ভব।

গবেষকেরা বলেন, মাছির লার্ভা অলিভ ফলের বিশাল ক্ষতি করে। প্রতি বছর ১৫ থেকে ৩০ শতাংশ ক্ষতির মুখে পড়েন স্পেনের অলিভ চাষিরা।

মাছির পাশাপাশি যুক্তরাজ্যের বায়োটেকনোলজি গবেষণা প্রতিষ্ঠান অক্সিটেকের গবেষকেরা ব্রাজিলে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে মশা নিয়ে গবেষণা করছেন। তাঁদের দাবি, জিন প্রকৌশলের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করার প্রক্রিয়ায় ৯৬ শতাংশ সাফল্য এসেছে।

গবেষণায় সাফল্যের পরেও এই পদ্ধতিতে বংশবৃদ্ধি ঠেকিয়ে দেওয়ার ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে অক্সিটেককে।

অনেকেই বলছেন এ পদ্ধতি নিরাপদ নয়।

এ প্রসঙ্গে অক্সিটেকের প্রধান নির্বাহী হাডিন প্যারি জানিয়েছেন, প্রচলিত কীটনাশকের চেয়ে এ পদ্ধতি অনেক বেশি নিরাপদ ও বাস্তবসম্মত।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।