আমাদের কথা খুঁজে নিন

   

মাছি

সামুদ্রিক বিভ্রম

সবুজ ওড়নায় হাত মুছে ফেলে পৃথিবীর দিকে ফিরে আস। কিছু আহত পাখির স্বর তোমার প্রতীক্ষা করেছিল ঐ বেলা; তুমি, তোমার মধ্যে বিষয়ের যে অঙ্কুরোদগম তুমি, তোমার বাহুতে যে পয়ারের ঢং তুমি, তোমার আলিঙ্গনে মাতৃভাষার মতো যে আন্দোলন তার জন্য সর্বক্ষণ আমি অপরাধী হয়ে থাকি। আর অপরাধীর চোখ দিয়ে তোমার গায়েবী আনন্দ দেখি, লিলিয়ান; এবং আমার অপরাধের মধ্য থেকে জন্ম নেয় এক নারী; লিলিয়ান, তোমার সবুজ ওড়নার থেকে আমার নিকট অধিক গ্রহনযোগ্য এই রমনীর গোলাপী লিপষ্টিক রং। কারণ ঐ রং আমার দিকে প্রশ্নের মতো তাকায় আর আমি তৎক্ষনাত ধন্য হই। উপচে পড়া মৌচাক থেকে মধু পান করে তাই লিলিয়ান, আমি আর কবিতা লিখি না। বরং কবিতার মধ্যে নীল রঙের মাছি ওড়া দেখে নিজেকে চিনে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।