ভালোবাসার জন্য চারকদম কম নয়-
কখনও তুমি ছিলে না,কখনও আমি ছিলাম না
ভালোবাসার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না।
এমন দিন অনেক বরষার পর আসে
কিছু আমার কিছু তোমার- মনে পড়ে যায়।
কিন্তু তুমি যদি আমার ভালোবাসা চাইতে,
আমি আমার জীবন দিয়ে দিতাম।
তোমাকে আমি কি করে ভুলে যাই?
তাতো আমার পক্ষে সম্ভব না।
তুমি তো জানো আমি প্রতারক নই।
বুকের মধ্যে তোলপাড় করে উঠে,
জমা হয়ে থাকা সব কথা -ঠোঁটে এসে থেমে যায়।
আমি কখনও দূরে থাকতে চাইনি
তুমি তো কখন'ই পাষান ছিলে না,প্রিয়তমা।
তোমাকে আমি কি করে ভুলে যাই?
আমি তো প্রতারক নই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।