আমাদের কথা খুঁজে নিন

   

ফান্ড রাইজিং আপিল নাকি যন্ত্রনা

আমি প্রশান্তিতে থাকতে চাই। তাই প্রশান্তি দিতে পারে- এমন কাজগুলোই আজ করবো।

বাংলাদেশি চ্যানেল খুললেই শুধু ফান্ড রাইজিং আপীল। রমজান শুরু হতে না হতেই লন্ডনের বাংলা চ্যানেলগুলোতে শুরু হয়ে যায় এই অত্যাচার। প্রতিদিন বিকাল থেকে সেহরী পর্যন্ত।

আমার মাথায় ঢুকে না এটিএন বাংলা, এনটিভি, চ্যানেল আইয়ের মতো নামকরা টিভি চ্যানেলগুলো তাদের নিজেদের অনুষ্ঠান বাদ দিয়ে এই আজাইরা প্রগ্রাম কিভাবে প্রতিদিন প্রচার করে। সাথে লোকাল চ্যানেল দুইটা বাংলা টিভি এবং চ্যানেল এস এর কথা বাদই দিলাম। টাকার জন্য চ্যানেলগুলো এইভাবে নিজেকে বিক্রি করে দেয় ভাবতেও কষ্ট হয়। আর এই ফান্ড বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মসজিদ, মাদ্রাসার জন্য। বাংলাদেশ সরকার এই কওমী মাদ্রাসার কোন নীতিমালা তৈরি করেছে কিনা আমাদের জানা নেই।

ফলে যে যার মতো মাদ্রাসা তৈরী করতেছে এবং ফান্ড রাইজিং এর নামে ইচ্ছামত চাদাবাজি চালিয়ে যাচ্ছে। এসব দেখে মনে হয়, আমরা যেন মগের মুল্লুকে বসবাস করতেছি। সরকার কবে যে এইসব ব্যাপারে একটা সুষ্ঠু পদক্ষেপ নেবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.