আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য সব ইচ্ছে

জীবনের জন্যই এই সব কথামালা

মাঝে মাঝে ইচ্ছে হয় পাখির মতো ডানা মেলি খোলা আকাশের তরে..... বিচরণ করি অসীমতার মাঝে । ইচ্ছে জাগে অমলকান্তির মতো রোদ্দুর হই; আলোতে রাঙানোর জন্য নয় তীব্র দহনে পোড়ানোর নেশায় । ইচ্ছে করে ঝিঝি পোকা হই কোন এক দূরন্ত অমাণিশায়; আলোক রশ্মি হয়ে ধরা দিই কারো ভাবাতুর চোখে । কখনো কখনো সাধ জাগে বৃষ্টি হয়ে অঝোড়ে ঝড়ি নষ্ট করি সব অসম নিকাশ আর ভেস্তে দেই আক্রোশের জাল । বুঝিনা এই ইচ্ছের সীমানা- ইচ্ছে ডানার উড়োউড়ি খেলা, শুধু জানি, নানা রকম ইচ্ছেরা বিচরণ করে মাথার ভেতর; সকাল সন্ধ্যে অবাধে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।