আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য মনের ব্যকুলতা

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

ফিকে হয়ে যাওয়া খয়া চাঁদ জোসনার আমরণ অনশনে থাকা ঘন আঁধারের বুকে নিশুতি নিঃশব্দ রাতের বোবা কান্নার মতো শেষ ভাগে এসে আমায় ডেকে চুপি চুপি শুধু একটি কথায় বলে - ফিরে যেওনা আর ফেলে আসা বিস্মৃত অমলীন অতীতে। যেও নাকো আর কখনও চুপি চুপি সাবার অগচরে হাতে হাত রেখে কোন শান্ত নদীর পাড় ধরে হেঁটে চলা অথবা ব্যস্ত কোলাহল জনাকীর্ন পার্কের কোণায় বসে থাকা দিন গুলোতে। বাঁধা মানেনা মন কিছুতেই সারক্ষণ পঁই পঁই করে মনের তলানীতে পড়ে থাকা শীর্ণ স্মৃতির করিডরে। কাউকে বলা দায় এখন জীবন যতোটা মানে ততটা কি বদলানো যায়? পারিনা, অতীতের পায়ে দাঁত কামড়ে পড়ে থাকা মন শুধুই বলে, চলো যায় ফিরে সেই সব দিন গুলোতে, যেখানে তুমি আমি যৌবনের ভরদুপুরে ঘুরিছি রাতের শান্ত কালো পিচ ঢালা পথে সোডিয়ামের জোসনায় ভিজেছি দুপুর রাত প্রভাতে। চলো তুমি ফিরে চলো কিন্তু নির্বাক জীবন তবু অলস বসে থাকে দ্বিধায় হুটহাট এভাবে বাস্তবতাকে কি বদলানো যায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।