আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য সত্তা

ভালো লাগে লিখতে তাই লিখি..............

ভিতরের কষ্টটা এক ফোটা জল হয়ে গড়িয়ে পরে চোঁখের শেষ প্রান্ত বিন্দু দিয়ে ভীষন একা আমার সময় কাটে তোমার কথাই ভেবে, তোমার ভাবনা নিয়ে । অতীতের স্মৃতি হাতরিয়ে বের করে আনার চেষ্টা করি তোমাকে আমার এই নিঃস্ব বর্তমানে কিন্তু তোমাকে তো পাই-ই না বরং কষ্টগুলো আরও জাকিয়ে বসে বিদ্ধ করে শয়নে বা জাগরনে। জানি তোমাকে নিয়ে আমার শত কল্পনা আর অনুভূতিগুলো ফুটিয়ে তোলে আমার সকল র্দুবলতা তবু তোমার চিন্তা থেকে শত চেষ্টায়ও মুক্ত রাখতে পারিনা আমার মনটা, আমার অবাধ্য সত্তা। আমি চাইনা তোমায় নিয়ে ভাবতে, বা তোমার কথা মনে করতে তোমার স্মৃতি উপহাস করে ; কষ্টের মেঘ পাঠায় অশ্রু ঝরাতে । আজকাল খুব বেশী পরে আমার দীর্ঘশ্বাস বুকের চাপা কষ্টগুলোর এ-হয়তো বর্হিপ্রকাশ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।